বিপিএলে আজ হাই ভোল্টেজ দুই ম্যাচ

0 276

একদিন বিরতির পর ফের বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হতে যাচ্ছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) দু’টি হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচ বেলা সাড়ে ১২টায় টেবিল টপার স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স- এর মধ্যে শুরু হবে।

সন্ধ্যা সাড়ে ৫টায় দ্বিতীয় ম্যাচে লড়বে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে খুলনা টাইগার্স। এই চট্টগ্রামের পর্বটা ব্যাটে বলের লড়াইয়ে বেশ জমে উঠেছে।

ঘরের মাঠে হার দিয়েও চট্টগ্রাম পর্ব শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ট্র্যাকে ফিরেছে বন্দরনগরীর দলটা। অধিনায়ক ইস্যুকে পাশ কাটিয়ে জয়রথ ধরে রাখার মিশন তাদের সামনে। ব্যাটিংয়ে আস্থার নাম বেনি হাওয়েল। রানে আছেন সাব্বির আফিফরা। বোলিংয়ে, অভিষেকেই মৃত্যুঞ্জয়ের বাজিমাত।

তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের। কারণ সালাউদ্দিন শিষ্যরা আছে দুর্দান্ত ফর্মে। দুই ম্যাচে দুই জয়ে তারা আছে টেবিলের দুয়ে। কুমিল্লা স্বস্তি খুঁজতে চাইবে জয়-ইমরুলদের ব্যাটে।

কোচ পল নিক্সন ফিরে গেলেও শন টেইট প্রথম ম্যাচেই পেয়েছেন জয়ের স্বাদ। সব মিলিয়ে শুরু থেকেই ভিক্টোরিয়ান্সদের চেপে ধরতে চাইবে চট্টলার দলটা।

তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের। কারণ সালাউদ্দিন শিষ্যরা আছে দুর্দান্ত ফর্মে। দুই ম্যাচে দুই জয়ে তারা আছে টেবিলের দুয়ে। কুমিল্লা স্বস্তি খুঁজতে চাইবে জয়-ইমরুলদের ব্যাটে।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। এবারের বিপিএলে তারকা ঠাসা দল গড়লেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব-গেইলরা।

চার ম্যাচ খেলে দুই জয় আর দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে বরিশাল। খুলনা টাইগার্সও খুব একটা সুবিধাজনকস্থানে নেই। চার ম্যাচে দুই জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেনিলের চতুর্থ স্থানে। পয়েন্ট টেবিলের ওপরে উঠতে এই ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াই হতেই পারে।

Leave A Reply

Your email address will not be published.