আবারও শৈত্যপ্রবাহ শুরু
বৃষ্টি যেতে না যেতেই আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল রবিবার আট জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী কয়েক দিনে এই শৈত্যপ্রবাহের এলাকা আরো বাড়বে। তবে শীতকালে মুষলধারে বৃষ্টির পরপরই শৈত্যপ্রবাহকে জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন আবহাওয়াবিদরা।
মাঘের শেষ সময়ে গত শুক্রবার প্রচুর বৃষ্টিপাত হয়। ওই দিন খুলনায় সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। এর পরই গতকাল থেকে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব আমরা দেখছি। গত চার বছর যদি আমরা খেয়াল করি, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্বাভাবিক বৃষ্টি হলো। ২০২০ সালের জানুয়ারিতে অস্বাভাবিক বৃষ্টি হলো। আবার ২০২১ সালে ডিসেম্বরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর গত শুক্রবার যে বৃষ্টি হয়েছে, তা অস্বাভাবিক। আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এর অর্থ ওয়ার্মিং কন্ডিশনের যে প্রভাব, তা শীতের মধ্যেও পড়ছে। ’
গতকাল শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা ও সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং পাশের জেলায় বিস্তৃত হতে পারে।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
দুই দিনের বৃষ্টির পর কুড়িগ্রামে আবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বরফকণার মতো শিশিরের সঙ্গে হিমেল বাতাস বাড়িয়েছে শীতের তীব্রতা। কাজ করতে না পারায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে রোগব্যাধির প্রকোপ।
কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী গ্রামের দিনমজুর জহুরুল ইসলাম ও আব্দুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে তিন দিন ধরে কাজ বন্ধ। চালসহ নিত্যপণ্যের দামও চড়া। তাই তাঁরা ধারদেনা করে চলছেন।
খলিলগঞ্জ প্রফেসরপাড়ার বাসিন্দা বিলু বালা বলেন, শিশু ও বয়স্করা অত্যধিক ঠাণ্ডার কারণে জ্বর, সর্দি, কাশি ও আমাশয়সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
আলুক্ষেতে পানি জমায় ঘন কুয়াশার কারণে ছত্রাকের আক্রমণ শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ক্ষেতে ছত্রাকনাশক স্প্রে দিতে পারছেন না কৃষকরা। কাজ বন্ধ হয়ে গেছে ইটভাটায়। ঝড়-বৃষ্টিতে জেলায় ১২০টি ইটভাটায় ১২ কোটি টাকার ইট নষ্ট হয়েছে।
রাত থেকে ঘন কুয়াশায় কমে এসেছে দৃষ্টিসীমা। দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রাস্তায় লোক চলাচল ছিল সীমিত।
চুয়াডাঙ্গায় বৃষ্টির পর শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। মিলছে না কাজ।
বাগেরহাটে মাঘের বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে। দুই দিনের ব্যবধানে জেলায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। গতকাল বাগেরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে গেছে। দুই দিনের ব্যবধানে মোংলায় ৬.২ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে।
বাগেরহাটের জেলা ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেও চাহিদার তুলানায় তা অপ্রতুল।