চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ৪ দিন পর কলেজশিক্ষার্থীর মৃত্যু

0 221

চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত সামিয়া খালেদ শ্রাবনীর (১৮) মৃত্যু হয়েছে। সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতার মো. আলাউদ্দীন।

এর আগে গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) তার বড় বোন আহত সাবরিনা খালেদ এনির (২৪) মৃত্যু হয়েছে।

নিহত সামিয়া খালেদ শ্রাবনী চন্দনাইশ উপজেলার ফতেহ নগরের আলাউদ্দীনের মেয়ে। সে সরকারি মহসিন কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানা যায়।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি সকালে নগরীর রাহাত্তরপুল এলাকার বাসায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুই বোন সাবরিনা খালেদ এনি ও সামিয়া খালেদ শ্রাবনী গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন রাতে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। দীর্ঘ ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরপারে চলে গেলেন দুই বোন।

Leave A Reply

Your email address will not be published.