রাউজানে আগুনে পুড়লো তিন বসত ঘর ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ আদালত ভবনের পশ্চিম পাশে কালু মেম্বার কলোনির, ৩টি বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় জনগণ ও রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
গত রবিবার (১৩ফেব্রুয়ারি) রাত ৮টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
তথ্যশুত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।খবর পেয়ে দ্রুত গঠনাস্থানে ছুটে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্তরা হলেন রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানা আকতার মনজু, ভাড়াটিয়া সালাউদ্দিন মিস্ত্রী ও দিনমজুর আকবর।