খারকিভের প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা

0 175

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কেন্দ্রে অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে খারকিভের কেন্দ্রস্থলে ফ্রিডম চত্বরে অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ধরা পড়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টার দিকে এই হামলা করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিশাল, তীব্র বিস্ফোরণে জানালার কাঁচ এবং আশেপাড়ের গাড়ি উড়ে যায়।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিবে গত কয়েক দিন ধরে তুমুল লড়াই ও আকাশ থেকে বোমাবর্ষণ প্রত্যক্ষ করছে। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে প্রায় ১৬ লাখ মানুষের বাস।

Leave A Reply

Your email address will not be published.