চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৮
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৫৯ শতাংশ। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি।
আজ বুধবার (২ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে ১ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১জন, অ্যান্টিজেন টেস্টে ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১ জন এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৪৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৯৮২ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।