রাউজানে আবর্জনা ক্রয় কার্যক্রম চলমান
পরিবেশ দূষণ রোধ ও সাধারণ মানুষকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে আবর্জনা ক্রয় কার্যক্রম চলমান রয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত এই কার্যক্রম চলমান রয়েছে।”গ্রাম হবে শহর” এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
গত ৬ই মার্চ বিকেল ৫টায় পৌরসভার অংশ হিসেবে ৭নং ওয়ার্ডেও এই কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মানুষকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা ক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
উক্ত ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, আওয়ামীলীগ নেতা মাওলানা এনামুল হক এনাম, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছাবের হোসেন, যুবলীগ নেতা সবুজ দে ভানু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তানভীর চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ আরফাত, আরফানুল ইসলাম আবির সহ অপচনশীল আবর্জনা বিক্রি করতে আসা অত্র এলাকার জনসাধারণ।