ঢাকা ছাড়লেন সানি লিওন
ঢাকা ছেড়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। আজ সকাল সাড়ে ৮ টায় একটি প্রাইভেট বিমানে করে মুম্বইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এদিকে গতকাল বিকেলে গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিয়ের নিমন্ত্রণে বাংলাদেশে আসেন তিনি। সঙ্গে আসেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারসহ একটি টিম। এদিন রাতে ঢাকার একটি নামি রেস্তরাঁয় আয়োজন করা হয় জমকালো সেই বিয়ের অনুষ্ঠানের। মুন্নী-তাপসের মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে যায়। যেখানে সানি লিওনের সঙ্গে বাংলাদেশের গায়িকা ঐশী, প্রতীক হাসান, তাসনিম আনিকা,পূজাসহ অনেককেই নাচতে দেখা গেছে। এদিকে সানি লিওন একা নন, ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বলিউড-টলিউডের আরও কয়েকজন তারকা।
এদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি, গায়ক কৈলাস খের, ‘কাঁটা লাগা’খ্যাত গায়িকা শেফালি জারিওয়ালা, সংগীত জুটি মিট ব্রস, অদিতি সিং শর্মা। এছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানও এসেছিলেন এই অনুষ্ঠানে। নুসরাতের সঙ্গে ছিলেন তার সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত। তবে আজ সকাল সাড়ে ৮ টায় সানি লিওন, তার স্বামী ড্যানিয়েল ওয়েবারসহ পুরো টিম ঢাকা ছেড়েছেন। একই বিমানে তাদের সঙ্গে ঢাকা ছাড়েন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও মিটব্রস। এর আগে গতকাল বিকেলে ফেসবুক পেজে ঢাকা বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করে সানি লিওন নিজেই ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন। ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি। ঢাকায় আসার পর সানি লিওনকে বরণ করে নেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। উল্লেখ্য, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তাকেসহ ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির বাংলাদেশে ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। শেষতক টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন এই তারকা।
যে কারণে ঢাকায় সানি লিওনি
একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনির। দুদিন আগে নিষেধাজ্ঞার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বক্তব্যও দেওয়া হয়। শনিবার বিকেলে সানি লিওনির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা যায়, এই মূহূর্তে তিনি ঢাকায় আছেন। ঢাকায় পৌঁছার বিষয় একটি সেলফির মাধ্যমে সানি লিওনি নিশ্চিত করেছেন। সংগীতশিল্পী ও গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের তোলা সেই সেলফিতে ছিলেন সানি লিওনির স্বামী ড্যানিয়েল ওয়েবার।
খোঁজ নিয়ে জানা যায়, কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনি ঢাকায় এসেছেন। বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি। এই বলিউড তারকা তাঁর ফেসবুক ফ্যান পেজের পাশাপাশি ইনস্টাগ্রামে একাধিক স্থিরচিত্র পোস্ট দিয়ে জানিয়েছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় নিজের পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওনি। এতে বোঝা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তাঁর পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবির ক্যাপশনে সানি লিওনি লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’
ঢাকায় আসার পর সানি লিওনি সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন। এর আগে ২ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনির বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শাপলা মিডিয়ার একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়।
এদিকে আরও জানা গেছে, সানি লিওনি ছাড়াও ভারতের আরও কয়েকজন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী তাপস ও ফারজানা মুন্নীর আমন্ত্রণে ঢাকায় এসেছেন। তাঁদের মধ্যে নাগরিস ফাকরি, নুসরাত, মিমি চক্রবর্তী, বাবা যাদব, কৈলাশ খেরসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।