সারাদেশে চলছে তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা

0 467

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় কিছুদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে, ঢাকাসহ আরও কয়েকটি বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম, রাঙামাটি, গোপালগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কুমিল্লা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অন্যদিকে দেশের অনেক জায়গায় তাপপ্রবাহ চলমান থাকবে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.