চট্টগ্রামে এক ব্যাবসায়ীর ২৮লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুই প্রতারক

0 623

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড মাঝের ঘাটা এলাকার ইকবালুর রহমান ওপেল নামের এক ব্যাবসায়ী থেকে ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুই প্রতারক। এই দুই প্রতারক হচ্ছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের গোলাম মোস্তাফার পুএ মোঃ ওমর ফারুক, অপরজন হলেন, পটিয়া উপজেলার পশ্চিম বারৈখাড়া গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবদুল মালেক চৌধুরীর পুএ আবু রায়হান চৌধুরী।

ব্যাবসায় অর্থ লগ্নী করে লভ্যাংশ দেয়ার কথা বলে প্রতারক চক্রের দুই সদস্য এ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ সাইদুল হাসান।

এ ব্যাপারে ইকবালুর রহমান বাদী হয়ে দুই প্রতারকের বিরুদ্ধে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর মামলা নং ২৪৮/২২ ইং দায়ের করেছে।

মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারস্হ বিবি মরিয়ম বশির মার্কেটে প্রতারক ওমর ফারুকের মেহেদী টেলিকম ও মোবাইল সেন্টারের প্রতিষ্টান দেখিয়ে বিনিয়োগ চুক্তিনামা সম্পাদন করে।প্রতারক আবু রায়হানের সহযোগিতায় দুই দফায় ২৮ লাখ টাকা ইকবালুর রহমান থেকে গ্রহণ করে। লভ্যাংশ পাওয়ার আশায় এই টাকা বিনিয়োগ করলেও ইকবালুর রহমান লভ্যাংশের টাকা না পাওয়ায় গত ৭ এপ্রিল তার অফিসে গিয়ে দেখতে পায় অফিস বন্ধ। মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে খবর নিয়ে জানা যায়, এই প্রতারক চক্রের সদস্যরা ভুয়া এনআইডি দিয়ে বিভিন্ন জায়গায় ব্যাবসার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। ব্যাবসা করে লভ্যাংশ দেয়ার নামে প্রলোভন দেখিয়ে লোকজনের লাখ লাখ টাকা আত্মসাৎ করাই তাদের কাজ।

Leave A Reply

Your email address will not be published.