আসামি ধর‌তে গি‌য়ে হামলার শিকার পুলিশ

0 285

শেরপুরের শ্রীবরদীতে ওয়ারেন্টভুক্তো এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হ‌য়ে‌ছেন দুই পু‌লিশ সদস্য। আহত পু‌লিশ সদস‌্যরা হলেন, শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেক ও পুলিশ সদস্য দেলোয়ার হোসেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছেন। তারা হলেন, আব্দুর রহমান (৪৫), মমতা বেগম (২৮) ও মজিনা বেগম ( ২৫)।

গত মঙ্গলবার (৯ মে) রাত ১১টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘ‌টে।

ঘটনার দিন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তা‌দের উদ্ধার ক‌রে। এ ঘটনায় পু‌লিশ বাদী হ‌য়ে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেছে।

মামলার বাদি হয়েছেন এসআই সাইফুল মালেক।মামলায় ১১ জন এজাহার নামীয় ও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

পুলিশ সূ‌ত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এসএস সাইফুল মালেকের নেতৃত্বে পুলিশ ঢনঢনিয়া গ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী আব্দুর রহমানের ছেলে রাসেলকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। এসময় রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চালালে বাড়িতে থাকা নারী-পুরুষরা মি‌লে তা‌দের ওপর অতর্কিতভাবে হামলা ক‌রে। শুধু তাই নয় উত্তেজিত নারীরা তা‌দের কামড়িয়ে গুরুতর আহত করে। প‌রে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে শ্রীবরদী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ক‌রে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ব‌লেন, আইনশৃঙ্খলাবাহিনীর ওপর হামলার ঘটনা দুঃখজনক। গ্রেপ্তার তিনজন‌কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামি ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.