ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

0 381

ভারতের ছত্তিসগড়ের রায়পুরের একটি বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ মে) এ ঘটনায় দুইজন পাইলটের প্রাণহানি ঘটেছে।

দেশটির পুলিশ বলছে, ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডে এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করলে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দু্ই পাইলট।

হেলিকপ্টারে আর কেউ ছিল না। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। সঠিক কারণ খুঁজে বের করার জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.