চট্টগ্রামে ফ্লাইওভারের নির্মাণ কাজে বিড়ম্বনা, আতঙ্কে পথচারীরা

0 328

নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কখনো গাড়িতে কিংবা গায়ে আগুনের ফুলকি পড়ছে। আবার কখনো বৃষ্টির মতো পানি পড়ছে। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে সড়ক ব্যবহারকারীদের এমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর যানজটসহ নানা ভোগান্তি তো রয়েছেই।

রাতের ব্যস্ত সড়কে যানবাহন আর মানুষ চলাচল করছে। তাতে হঠাৎই উপর থেকে আগুনের ফুলকি পড়ে।

নগরীর আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে দিনে কিছুটা কম হলেও রাতে আগুনের ফুলকি পড়ার ঘটনা প্রায়ই ঘটে। তাতে আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে চালক-যাত্রীদের।

রাতে যখন আগুন নিয়ে এমন শঙ্কায় থাকতে হয় তখন দিনের বেলায় চলতি পথে হঠাৎ গায়ে পানি পড়ার বিড়ম্বনা। কিউরিংয়ের সময় পানি পড়ে বিপাকে পড়ছেন পথচারীরা।

এ বিষয়ে কথা বলার জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাক্স কনস্ট্রাকশনের কোনো কর্মকর্তা। তবে মাঠ পর্যায়ের কর্মীদের দাবি, নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

ম্যাক্স কনস্ট্রাকশনের সুপারভাইজার মোহাম্মদ সোলায়মান বলেন, যদি সিরিয়াস কিছু দেখি তাহলে রাস্তা বন্ধ রাখি আমরা।

এদিকে নির্মাণকাজ চলাকালে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়ার কথা জানান চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান।

তিনি বলেন, ঐ রকম পানি পড়তেছে এ কথায় আপনার সঙ্গে একমত নয় আমি। কিন্তু আগুনের ফুলকি পড়ার কথা স্বীকার করছি। এ কারণে আমি নির্দেশনা দিয়েছি, এ কাজগুলো যেন রাতে করা হয়।

চট্টগ্রামের লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন প্রায় সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ৬৫ শতাংশ শেষ হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.