হাতিয়ায় পুকুরে মিললো ৩৫টি ইলিশ

0 417

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে পাওয়া গেছে ৩৫টি ইলিশ মাছ। এ খবরে গোটা জেলায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।

গত শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর কিল্লা’পুকুরে মাছগুলো পাওয়া যায়। পরে মাছগুলো বিক্রি করে ফেলা হয়।

প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০-৪০০ গ্রাম। সবগুলো মিলে প্রায় ৮-৯ কেজি মাছ হবে।

বিষয়টি নিশ্চিত করেন নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ। তিনি জানান, পুকুরের মালিক আবদুল মান্নান পুকুরে সেচের মেশিন বসিয়েছেন। গত শুক্রবার বিকেলের দিকে বড় মাছগুলো ধরার জন্য জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয়। ওই জালে ৩৫টি ইলিশ মাছ ওঠে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে যুগান্তর কিল্লা পুকরটি পুরোপুরি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছ গুলো পুকুরে প্রবেশ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.