দেশে ফিরে রাঘোববোয়ালদের নাম ফাঁস করতে চান হালদার

0 473

বাংলাদেশে ফিরে অর্থপাচার চক্রের রাঘোববোয়ালদের নাম ফাঁস করতে চান হাজার কোটি আত্মসাৎ ও পাচার কান্ডের মূল অভিযুক্ত পিকে হালদার। জেরার মুখে ইডিকে আর পরে সাংবাদিকদের নিজ মুখে একথা জানান পিকে।

তিন দিনের রিমান্ডে বর্তমানে কলকাতার অদূরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডির কার্যালয়ে জেরার মুখে আছেন পিকে হালদার ও তার ভাই প্রানেশসহ আটক পাঁচ অভিযুক্ত।

পিকের কাছ থেকে ভারত বাংলাদেশ ও গ্রেনাডার তিনটি পৃথক পাসপোর্ট তিনটি পৃথক নামে উদ্ধার হয়েছে।আটকদের কাছে থাকা মোবাইল ডিভাইস থেকে মিলেছে বহু চাঞ্চল্যকর তথ্য।

ইডির কার্যালয়ে এদিন পিকের কাছে প্রশ্ন করা হয়, তার কাছ থেকে কয়টি পাসপোর্ট উদ্ধার হয়েছে? পরের প্রশ্ন ছিল, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি ? উত্তরে পি কে বলেন, সব অভিযোগ ঠিক নয়। তিনি কি দেশে ফিরতে চান? তখন বলেন, তিনি দেশে ফিরতে চান।

ইডি সূত্রের খবর, রোববার রাতেও পিকে হালদার ও ভাই প্রানেশ জেরা করা হয়। জানতে চাওয়া হয়, হাওলার মাধ্যমে কত টাকা কবে থেকে আনা হয় ভারতে। কোন কোন দেশে কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে এই টাকা বিনিয়োগ করেছে পিকে।

ইডির জেরায় পিকে জানিয়েছে, পাচারকান্ডে তাকে যেভাবে ফাঁসানো হয়েছে তা ঠিক নয়। তিনি নয়, মূল নায়ক অন্য অনেকেই।

বাংলাদেশে ফিরে সরকারকে সব সত্যিটা জানাতে চেয়েছেন পিকে হালদার। বাংলাদেশে তাকে পাঠিয়ে দিতে ইডিকে অনুরোধ করেন পিকে।

আজ সোমবার জেরা শেষ হলে ইডি মঙ্গলবার আদালতে পেশ করবেন পিকেসহ আটক পাঁচজনকে।

Leave A Reply

Your email address will not be published.