বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বৃদ্ধির সুপারিশ

0 347

বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে ভোক্তাদের সংগঠন ক্যাব দাম বাড়নোর এ সুপারিশকে অযৌক্তিক বলছেন।

আজ বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাবিত ৬৫ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাবের বিপরীতে বিইআরসির কারিগরি দলের পক্ষ থেকে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়।

পাইকারি দরে প্রতি ইউনিট তিন টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে দুই টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি দল।

বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি রেটে ইউনিট প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করছে পাঁচ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও তিন টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে আট টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবো। বিপরীতে আট টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি।

এদিকে ভোক্তাদের সংগঠন ক্যাবের অভিযোগ, অযৌক্তিকভাবে দাম বাড়ানোর এই প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমিয়ে তেল নির্ভরতা বাড়িয়েও খরচ বাড়িয়ে দেখানো হয়েছে বলেও অভিযোগ ক্যাবের।

শুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিইআরসির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.