বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ান চিকদাইর ইউনিয়ন

0 236

চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঢাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক -(অনুর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

গত রবিবার (২২ মে) বিকালে রাউজান সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

এতে প্রধান অতিথি থেকে খেলা উপভোগ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।

এসময় তিনি বলেন, খেলায় হারজিত থাকবে এটাই স্বাভাবিক, হার-জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণ করাই আসল কাজ।

তিনি আরো বলেন, খেলাধূলা মাদক সহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে, তাই পড়ালেখার পাশাপাশি খেলাধূলা চর্চা থাকা দরকার।

রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গণি রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব কার্যনির্বাহী সদস্য ও তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।

অতিথি ছিলেন পৌর প‍্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, উপজেলা সহকারী ভূমি কমিশনার অতীশদর্শী চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, পিআইও নিয়াজ মোরশেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, স্বপন দাশগুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, নুরুল আলম রহিম, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, শফিকুল ইসলাম, আব্বাস উদ্দীন আহমেদ, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দীন হিরু, বাবুল মিয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নুরুল আবছার বাশি,

নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী, রোকন উদ্দীন, প্রিয়তোষ চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী ক্রীড়া সংগঠক সুমন দে।

খেলায় চিকদাইর ইউনিয়ন ১-০ গোলে পূর্ব গুজরা ইউনিয়নকে পরাজিত করে। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন বাগোয়ান ইউনিয়নের মোহাম্মদ বাদশা।

খেলার পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উদ্দীন, রায়হান, সাজ্জাদ আরমান শান্ত।

Leave A Reply

Your email address will not be published.