হজে যাওয়ার খরচ জনপ্রতি আরও বাড়ল ৫৯ হাজার টাকা
হজে যাওয়ার জন্য জনপ্রতি ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সৌদি আরবে আব্যশকীয় ব্যয় বাড়ানোর কারণে এই মোট খরচ বাড়ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
নতুন সিদ্ধান্তের ফলে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজের মোট খরচ দাঁড়াবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ ২–এর জন্য খরচ হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য সর্বনিম্ন খরচ পড়বে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।