বুস্টার ডোজ গ্রহণের ৬ মাস পর অ্যান্টিবডি কমে যায় : গবেষণা

0 385

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজের টিকা গ্রহণের ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমতে শুরু করে। অ্যান্টিবডি শতভাগ টিকা গ্রহীতার শরীরে পাওয়া গেলেও এক প্রর্যায়ে তা কমে ১০৬৭৫.৭ এমএলে নেমে আসে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণাপত্রে এমন তথ্য তুলে ধরা হয়েছে। বিএসএমএমইউ আয়োজিত সেমিনারে আজ সোমবার এ গবেষণাপত্র তুলে ধরেন গবেষণা দলের প্রধান ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ।

ডা. সালাহউদ্দিন জানান, বুস্টার ডোজ গ্রহণের ১ মাস পরে শতভাগ অংশগ্রহণকারীদের দেহে অ্যান্টিবডি পাওয়া যায়। এমনকি ৬ মাস পরেও শতভাগ অংশগ্রহণকারীদের দেহে অ্যান্টিবডি পাওয়া যায়। ধীরে ধীরে প্রায় সব ক্ষেত্রেই অ্যান্টিবডির মাত্রা কমতে থাকে।

তিনি আরও বলেন, তবে বুস্টার ডোজের পরও চতুর্থ ডোজ প্রয়োজন আছে কি না, তা নিরুপণে গবেষণা চলছে।

করোনা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণা ফলাফল আমাদের একটি ভালো বিষয় দেখিয়েছে। আমরা চাই সবাই টিকার আওতায় আসুক, দেশের প্রতিটি মানুষ সুস্থ থাকুক। কিন্তু টিকা নেওয়ার মতো লোক নেই। আমরা দেখছি যে, ক্যাম্পেইন ছাড়া টিকা নেওয়ার মতো লোকজন আসছে না। আমাদের কেন্দ্রে ৫ হাজার ডোজ দেওয়ার সক্ষমতা আছে। কিন্তু এক হাজার মানুষও আসছে না।

Leave A Reply

Your email address will not be published.