কুষ্টিয়ায় মহাসড়কে মোটরসাইকেল প্রতিযোগিতায় ৩ যুবক নিহত

0 166

কুষ্টিয়ায় মহাসড়কে মোটরসাইকেলের বেপরোয়া গতির প্রতিযোগিতায় তিন যুবক নিহত হয়েছে। এছাড়া অরো একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া শহরের বারখাদা এলাকার সালোকের পুত্র জুয়েল (২৫), কুমাড়গাড়ার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)। গুরুতর আহত শহরতলীর চেীড়হাস পুকুরপাড় এলাকার বাদশার ছেলে বিপ্লব (২০)। রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিপ্লবকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কার্গোর ট্রাককে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু‘জন এবং হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। বর্তমানে নিহতদের লাশ মর্গে রাখা আছে।

Leave A Reply

Your email address will not be published.