ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের শপথ

0 273

লন্ডনের সেন্ট জেমস প্যালেসে বড় আকারের এক আয়োজনের মধ্য দিয়ে রাজা হিসেবে শপথ নিলেন ওয়েলসের সাবেক প্রিন্স তৃতীয় চার্লস।

শপথ গ্রহণ অনুষ্ঠানে পরলোকগত মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ৭৩ বছর বয়সী ব্রিটেনের নতুন এই রাজা।

৭০ বছর সিংহাসনে থাকার পর রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে মারা যান। তার ছেলে রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এখন ব্রিটিশ ইতিহাসের নতুন এক যুগের সূচনা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শপথ গ্রহণের আগে তৃতীয় চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী ছিলেন তিনি।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর)  লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজকীয় এক আয়োজনে ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লসকে রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাস, আর্চ বিশপ জাস্টিন ওয়েলবে উপস্থিত ছিলেন। তাছাড়া গর্ডন ব্রাউন, বরিস জনসন ও থেরেসা মে-সহ ছয়জন সাবেক প্রধানমন্ত্রী এবং অন্য বরেণ্য ব্যক্তিরাও অনুষ্ঠানের অংশ নেন। উপস্থিত ব্যক্তিবর্গ ‘গড সেভ দ্য কিং’ বলে নতুন রাজার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় নতুন রাজা তৃতীয় চার্লস বলেন, ‘মানুষকে কিভাবে ভালোবাসতে হয় এবং কিভাবে অপরকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যেতে হয় আমার মা সারা জীবন তার উদাহরণ রেখে গেছেন।’

তার আগে শুক্রবার ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দেন। তিনি বলেন, রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন।

সম্মান, মর্যাদা ও ভালোবাসার সাথে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করেন চার্লস।

সূত্র : ডয়চে ভেলে

Leave A Reply

Your email address will not be published.