করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৩১০

0 191

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৩১০ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৫০০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৪৯৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় আট দশমিক ৮৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২১ শতাংশ। মারা গেছে এক দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, মারা যাওয়া দুজনই পুরুষ। তারা ঢাকায় অবস্থান করছিলেন।

Leave A Reply

Your email address will not be published.