অস্ত্রসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

0 153

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি বন্দুকসহ এক উপজাতীয় যুবককে আটক করা হয়েছে।

আটক যুবক লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের গাড়া গ্রামের বাসিন্দা প্রমাংরী মার্মার ছেলে উচপ্রু মার্মা (২০)।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাত দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড তিতার এলাকায় রাস্তার ওপর মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতর লুকিয়ে রাখা অবস্থায় একনলা বন্দুকসহ অংচাপ্রুকে আটক করতে সক্ষম হয়।

তবে মোটরসাইকেল থামিয়ে তল্লাশিকালে আরও ২ যুবক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটক যুবককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, অস্ত্রসহ এক উপজাতীয় যুবক আটক হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.