হিজাব না পরায় ইরানে তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ

0 224

ইরানে হিজাব না পরায় মাহশা আমিনি (২২) নামে এক তরুণীকে আটক করে দেশটির ‘নৈতিক’ পুলিশ। এর পর তাদের হেফাজতে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়েন ওই তরুণী।

এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি কোমায় চলে যান। পরে হাসপাতালেই শুক্রবার তার মৃত্যু হয়। খবর বিবিসির।

বৃহস্পতিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মারা যান তিনি।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার অভিযোগ, হিজাব না পরার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ।

ইরানের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পড়াশোনার সুবাদে ইরানের কুর্দিস্তান প্রদেশে থাকতেন তিনি।

মাহশা তার পরিবারের সঙ্গে তেহরান ঘুরতে আসেন। তখন কঠোর ড্রেস কোড না মানায় তাকে আটক করে ইরানি পুলিশের বিশেষ ইউনিট।

১৯৭৯ সালে দেশটিতে ইসলামি বিপ্লবের পর থেকেই নারীদের জন্য ড্রেস কোড কঠোর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.