কুষ্টিয়ায় কৃষক হত্যা : ৫ ভাইয়ের যাবজ্জীবন

0 246

কুষ্টিয়ার দৌলতপুরের কৃষক ওয়াজেদ আলী হত্যায় পাঁচ সহোদরের যাবজ্জীবনসহ অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। রায়ে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেন আদালত।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাজা প্রাপ্তরা হলেন—কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সালিমপুর তারাগুনিয়ার বাসিন্দা জানবার আলী (৬৬), গোলাম মোস্তফা (৬১), আব্দুল মান্নান (৫৬), আলাউদ্দিন (৫৩) ও আব্দুল হান্নান (৫০)।

মামলা বিবরণী থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২০১৪ সালের ১৪ মার্চ রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সালিমপুর মাঠের জমি থেকে প্রতিপক্ষের লোকেরা গম কেটে নেওয়ার সংবাদ পেয়ে জমির মালিক ওয়াজেদ আলী তাঁর ছেলেদের নিয়ে ঘটনাস্থলে যান। এসময় গম কাটছিলেন আসামিরা। গম কাটতে নিষেধ করায় আসামিরা দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কৃষক ওয়াজেদ আলীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ এনে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপুলিশ পরিদর্শক ফয়সাল হোসেন ২০১৬ সালের ৩১ জানুয়ারি ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আজ আদালত ওই মামলার রায় দিলেন।

Leave A Reply

Your email address will not be published.