আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আরব আমিরাত

0 232

অনলাইন ডেস্ক:

প্রথম ম্যাচে অতি কষ্টে ৭ রানে জিতেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল। অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।

এই সিরিজে নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। দুবাইয়ে আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এই সফরে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন সোহান।

সফরে আছেন ১৭ ক্রিকেটার। বিশ্বকাপ দলের সঙ্গে স্ট্যান্ড বাই তালিকায় থাকা সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনও আছেন এই সফরে।

আগের ম্যাচে জয় পেলেও ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতা, পেসারদের ছন্নছাড়া বোলিং ও বাজে ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। আজ কেমন করেন সেটাই দেখার।

Leave A Reply

Your email address will not be published.