৭০ রানেই ব্যাট ছাড়লো বাংলাদেশ

0 202

অনলাইন ডেস্কঃ

অধিনায়ক নিগার সুলতানা আজও হারলেন টসে। পাকিস্তান জিতেছে টসে। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেটে হারিয়ে মাত্র ৭০ রান তুলতে পেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিক টাইগ্রেসরা। শামীমা সুলতানাকে বোল্ড করেন দিয়ানা বাইগ। পরের ওভারে আরেক ওপেনার ফারজানা হক পিংকিকেও বোল্ড করে ফেরত পাঠান সাদিয়া ইকবাল। ২ ওভারের মধ্যে দুই ওপেনারই ফিরে যান সাজঘরে।

এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রুমানা আহমেদকে নিয়ে চেষ্টা চালালেও সফল হয়নি তা, মাত্র ১ রান করে দিয়ানার দ্বিতীয় শিকারে পরিণত হন এই অলরাউন্ডার।

এদিকে খেলাটা টি-টোয়েন্টি ফরম্যাটের হলেও শুরু থেকেই টেস্ট মেজাজে ব্যাট চালায় বাংলাদেশি ব্যাটাররা। রুমানা যখন ফিরে যান, বাংলাদেশের রান রেট তখন ওভারপ্রতি ১ এরও নিচে।

এরপর লতা মন্ডলকে নিয়ে অধিনায়ক নিগার সুলতানা ছোট একটি জুটি গড়ে সামাল দেন বিপর্যয়। তবে সুসময় বেশিক্ষণ সঙ্গী হয়নি ট্রাইগ্রেসদের, দু’জনকেই ফেরাম নাদিয়া দার।

৪২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। দলীয় ৪৮ রানে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পড়েন সোবহানা মোস্তারি। ততক্ষণে সম্মানজনক সংগ্রহের আশাও শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

১৮তম ওভারে রিতু মণি রান আউট হয়ে ফিরে গেলে সপ্তম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।

Leave A Reply

Your email address will not be published.