হকির মাঠে উচ্ছ্বসিত রাজ-পরী
অনলাইন ডেস্কঃ
দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগ চলছে রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে। দেশ-বিদেশের নামকরা খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। বেশ জমে উঠেছে এই হকি লিগ।
বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিইর পৃষ্ঠপোষকতায় ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’তে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল-রূপায়ণ সিটি কুমিল্লা। দ্বিতীয় ম্যাচে লড়াই হচ্ছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা-ওয়ালটন ঢাকার মাঝে। এদিন সন্ধ্যায় রাজ-পরী জুটি যান মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। সেখানে গ্যালারিতে বসে তারা ম্যাচটি উপভোগ করেন।
এই আসরকে জনপ্রিয় করে তুলতে শোবিজ তারকাদের যুক্ত করেছেন আয়োজকরা। তারই অংশ হিসেবে আজ হকির মাঠে দেখা গেল জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবং তার জীবনসঙ্গী হালের আলোচিত নায়ক শরীফুল রাজকে।
একনজর এই তারকা দম্পতিকে দেখতে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এক পর্যায়ে শরীফুল রাজ ও পরীমনিকে হকিস্টিক হাতে মাঠে নেমে পড়তে দেখা যায়। সেখানে তারা কিছু সময় হকি খেলেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।