বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

0 223

অনলাইন ডেস্কঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতি মধুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে আসছিল, সিএনজিচালিত অটোরিকশাটি ভৈরবের দিকে যাচ্ছিল। মধুয়ারচর এলাকায় আসলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হন। এ ছাড়া অটোরিকশারচালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আর বাকি দুইজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Leave A Reply

Your email address will not be published.