মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যার বিচার চাই

0 246

অনলাইন ডেস্ক:

নভেম্বর মাস। ৭ নভেম্বর ১৯৭৫ তারিখে বাংলাদেশ তার কয়েকজন প্রিয় মুক্তিযোদ্ধা—জেনারেল খালেদ মোশাররফ বীর-উত্তম, কর্নেল খোন্দকার নাজমুল হুদা বীরবিক্রম, লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হায়দার বীর-উত্তম এবং আরো অনেক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হারিয়েছে।

জেনারেল খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বের জন্য সুপরিচিত ছিলেন। তিনি সেক্টর ২-এর সেক্টর কমান্ডার এবং পরে কে ফোর্স ব্রিগেড কমান্ডার ছিলেন।

তিনি ক্র্যাক প্লাটুনের নেতা ছিলেন, যেটি ঢাকা শহরের অভ্যন্তরে নিয়মিত কার্যক্রম পরিচালনা করত। এসব অভিযানের কারণে পাকিস্তান সেনাবাহিনী বুঝতে পেরেছিল যে মুক্তিযোদ্ধারা খুবই সক্রিয় এবং তাঁরা অত্যন্ত কার্যকর ও শক্তিশালী হয়ে উঠছে।

১৯৭১ সালে খালেদ মোশাররফ বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী একটি অত্যন্ত শক্তিশালী এবং সুসংহত বাহিনী এবং এটি পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) বিরুদ্ধে তার সব শক্তি ব্যবহার করবে। একটি কম্পানি এবং চারটি ইবিআর ব্যাটালিয়ন নিয়ে বাংলাদেশি বাহিনী যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেনি।

তিনি তরুণদের গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ দেওয়ার কথা ভেবেছিলেন। খালেদ মোশাররফ দীর্ঘ যুদ্ধের জন্য তাঁর বাহিনীকে প্রস্তুত করছিলেন।

আখাউড়া ও কসবার যুদ্ধে খালেদ মোশাররফ অসাধারণ বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন। এই দুটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কঠিন এবং দীর্ঘ লড়াই। গ্রেনাডা টিভি ইউকে প্রযোজিত ‘খালেদের যুদ্ধ’ নামের একটি ডকুমেন্টারিতে সেগুলো প্রচার করা হয়। এই তথ্যচিত্রটি সারা বিশ্বে বহুবার দেখানো হয়েছে। এই তথ্যচিত্রে খালেদকে সাক্ষাৎকার দিতে দেখা যায়।

অক্টোবরের শেষের দিকে খালেদ মোশাররফ সম্মুখযুদ্ধে আহত হন, তাঁর কপালে একটি স্প্লিন্টার আঘাত করে। তিনি গুরুতর আহত হন। তাঁকে তাত্ক্ষণিকভাবে ভারতের লখনউতে নিয়ে যাওয়া হয় এবং ভারতের চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচার করেন এবং তিনি সুস্থ হয়েছিলেন।

খালেদ মোশাররফ বাংলাদেশকে স্বাধীন করতে ফিরে আসেন এবং নতুন বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যোগ দেন। যুদ্ধক্ষেত্রে বীরত্ব ও বীরত্বের জন্য তিনি বীর-উত্তম উপাধিতে ভূষিত হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর খালেদ মোশাররফ বীর-উত্তম, কর্নেল খন্দকার হুদা বীরপ্রতীক এবং লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হায়দার বীর-উত্তমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলে গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে। খন্দকার মোশতাক বাংলাদেশের রাষ্ট্রপতি হন, কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত বঙ্গবন্ধুর খুনি ফারুক, রশিদ, ডালিম উচ্চপদস্থ কর্মকর্তাদের শাসন করতেন। দেশ বিশৃঙ্খল অবস্থায় পড়েছিল এবং সেনাবাহিনীর চেইন অব কমান্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক করার পরিকল্পনাকারী খালেদ মোশাররফের জন্য এটা ছিল বড় ধাক্কা। ৪ নভেম্বর এক আদেশের মাধ্যমে খালেদকে মেজর জেনারেল ও চিফ অব আর্মি স্টাফ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর তিনি অবিলম্বে চার ত্যাগী নেতার জেলহত্যার বিষয়ে কমিশন গঠনের নির্দেশ দেন।

৫ নভেম্বর খালেদের সহকর্মীরা তাঁকে রেডিও ও টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, নতুন রাষ্ট্রপতির শুধু ভাষণ দেওয়ার অধিকার ছিল। সেদিনই জাসদ তাদের গণবাহিনী ও সৈনিক সংস্থার সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল।

খালেদ মোশাররফের কাছে উচ্ছৃঙ্খল সৈনিক ও জাসদের চক্রান্তের খবর যখন পৌঁছায় তখন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পক্ষে দেরি হয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে তিনি রেজিমেন্টের কমান্ডার কর্নেল নওয়াজিশের নিশ্চিতকরণের সঙ্গে ১০তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেন।

জেনারেল খালেদ মোশাররফ, লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হায়দার এবং কর্নেল হুদা রেজিমেন্টে আশ্রয় নেন, যেটি অস্থায়ীভাবে বাংলাদেশ সংসদ ভবনের কাছে ছিল। কিন্তু উচ্ছৃঙ্খল ও বিপজ্জনক সেনা মেজর জলিল ও মেজর আসাদের নেতৃত্বে দশম বেঙ্গল রেজিমেন্টে উপস্থিত হন। মেজর জলিল ও মেজর আসাদ পয়েন্ট ব্ল্যাংকে তিন সাহসী অফিসারকে গুলি করেন এবং তাঁরা ঘটনাস্থলেই মারা যান। বাংলাদেশের সাহসী ও সাহসী বীররা বাংলাদেশের মাটিতে বাংলাদেশি সেনাদের হাতে নিহত হন।

আমি একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত কন্যা, যিনি শুধু আমাদের দেশের জন্য লড়াই করেননি, তাঁর বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আবারও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, যাঁরা স্বাধীনতাসংগ্রামের পাশে আছেন তাঁরা যেন সত্য খুঁজে বের করে হত্যাকারীদের বিচারের আওতায় আনেন। যে মেজর জলিল ও মেজর আসাদ মুক্তিযুদ্ধের নায়কদের হত্যা করেছিলেন, তাঁরা এখনো সেনাবাহিনী ও সরকারের সুবিধা নিচ্ছেন। তাঁদের বিচারের মুখোমুখি করা উচিত। যাঁরা জেনারেল খালেদ মোশাররফের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং গুজব ছড়িয়ে তাঁকে অসম্মান করেছেন তাঁদেরও জবাবদিহি করতে হবে। তাঁরা অন্য সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারকে হত্যা করেছেন। তাঁদের বিচারের আওতায় আনা উচিত। সময় এসেছে দেশকে কলঙ্কমুক্ত করে ৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস, মুক্তিযোদ্ধাদের আসল উদ্দেশ্য জাতির সামনে তুলে ধরার।

লেখক : সাবেক সংসদ সদস্য, খালেদ মোশাররফ বীর-উত্তমের মেয়ে

Leave A Reply

Your email address will not be published.