মারা গেছেন প্রবীণ অভিনেতা জন অ্যানিস্টন

0 191

অনলাইন ডেস্ক:

হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের বাবা, প্রবীণ অভিনেতা জন অ্যানিস্টন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

গত সোমবার (১৩ নভেম্বর) অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বাবার সঙ্গে নিজের থ্রোব্যাক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় বাবা জন অ্যান্টনি অ্যানিস্টন, তুমি আমার পরিচিত সবচেয়ে সুন্দর মানুষের মধ্যে একজন ছিলে। ’ এরপর বাবার আত্মার শান্তি কামনা করেন অভিনেত্রী।

kalerkantho

জন অ্যানিস্টন

জন একজন প্রবীণ অভিনেতা ছিলেন। এনবিসি-এর ‘ডেজ অফ আওয়ার লাইভস’-এর ভিক্টর কিরিয়াকিস চরিত্রের জন্য সবচেয়ে পরিচিত তিনি। ১৯৬২ সালে ‘৮৭ প্রেসিঙ্কট’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন জন। মিশন: ইম্পসিবল, গিলমোর গার্লস, দ্য ওয়েস্ট উইং এবং ম্যাড মেনের মতো সিনেমায় কাজ করেছেন তিনি। এই বছরের শুরুতে, তিনি এমি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.