পিবিআইয়ের মামলায় গ্রেফতার দেখানো হলো বাবুলকে

0 136

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) করা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানি নিয়ে এই আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান গণমাধ্যমকে জানান, নগরের খুলসী থানায় করা এই মামলায় বাবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

শুনানি উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ বাবুলকে চট্টগ্রামের আদালত হাজির করা হয়। পরে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.