এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক:
সাতক্ষীরার কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন সুলতানা (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জের কুশলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আত্মহননকারী শারমিন সুলতানা একই এলাকার ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের মেয়ে।
মৃতের স্বজনরা জানান, ‘শারমিন সুলতানা দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। সোমবার ফল প্রকাশের পর সে পাস না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সবার অজান্তে রাত ৯টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শারমিন। পরিবারের লোকজন সেটা বুঝতে পেরে দ্রুত দরজা ভেঙে তাঁকে মুমূর্ষু অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেননি। তবে তাদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’