আজকে পল্টনে গেলেন না: বিএনপিকে কাদের

0 142

অনলাইন ডেস্ক:

হুঙ্কার দিয়েও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে না পেরে গোলাপবাগ মাঠে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে কী? পল্টনে গেলেন না? গেলেন না? হাফ ডিফিট হয়ে গেছে।’

শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

নয়াপল্টনেই সমাবেশ করা হবে- বিএনপি নেতাদের এমন হুঙ্কার বক্তব্যের পর নানান ঘটনা আর নাটকীয়তা শেষে আজ (শনিবার) বিকল্প ভেন্যু রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করেছে দলটি।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নয়াপল্টনের অফিস… ১০ তারিখে সমাবেশ, অনুমতি পায়নি। অনুমতি পাওয়ার আগেই তারা কী করেছে? তারা সেখানে প্রস্তুতি নিয়েছে। পুলিশ পরে তল্লাশি করে সেখানে কী পেল? ১৬০ বস্তা চাল, ওই যে হান্ডি-পাতিল, মশারি-বিছানা, সব নিয়ে পিকনিক পার্টি শুরু করেছে এই নয়াপল্টনকে ঘিরে।’

এ সময় ওবায়দুল কাদের সমাবেশ ঘিরে নয়াপল্টনে সংঘর্ষের জন্য বিএনপিকেই দায়ী করেন। তিনি বলেন, পুলিশের ওপর বিএনপিই হামলা করে সেদিন। পুলিশের ওপর হামলা, পুলিশ কি দাঁড়িয়ে ললিপপ খাবে? পুলিশের ওপর হামলা চালাবে, পুলিশ কি দাঁড়িয়ে চুপ করে থাকবে? আত্মরক্ষা তাদেরও করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.