যারা নষ্ট রাজনীতি করে, তারা রাষ্ট্র মেরামত করতে পারে না : কাদের

0 140

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে কোনো ছাড় দেব না। বিএনপি এ রাষ্ট্রকে ধ্বংস করেছে। এই রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে। এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে আজ  শুক্রবার বিকেলে শান্তিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে এই সমাবেশ করে ক্ষমতাসীন দলটি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগে বড়লোকদের বাড়ির গেটে লেখা থাকতো ‘কুকুর হইতে সাবধান’, এখন দেশের জনগণ বলেছে ‘তারেক রহমান হইতে সাবধান।’

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.