মধ্যরাতে পরী : রাজকে আমার জীবন থেকে ছুটি দিলাম

0 174

অনলাইন ডেস্ক:

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মণির দাম্পত্য জীবনে ফাটলের ঈঙ্গিত মিলেছে। শুক্রবার দিবাগত রাত ১২.৫০ মিনিটে পরী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন।

পরী মণি এক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

এই স্ট্যাটাস প্রসঙ্গে মন্তব্য জানতে পরী ও রাজের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের সাড়া মেলেনি।

গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর এ বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার  খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

Leave A Reply

Your email address will not be published.