আগারগাঁওয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
দেশী টুয়েন্টিফোর ডেস্ক:
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ নিহতের ঘটনা ঘটে। সকাল ১১ টায় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দেশী টুয়েন্টিফোর কে এ তথ্য জানান।
বাচ্চু মিয়া জানান, পরিবারের লোকজনের কাছে শুনেছি, নিহত ফিরোজ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।
বাচ্চু মিয়া বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনা ঘটে গভীর রাতে। ফিরোজকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোর চারটার সময় ঢামেক হাস্পাতালের আনা হয়। ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’
নিহতের ভাই নূর নবী রিয়াজ গণমাধ্যমকে জানান, ফিরোজ আগারগাঁও তালতলা এলাকার জাদুঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাকে কারা হত্যা করেছে, এখনই কিছু বলতে পারছেন না তিনি।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘কে বা কারা ফিরোজকে হত্যা করেছে, তা আমর তদন্ত করে দেখছি। জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।