মাস্টারশেফ জুনিয়র ইউএস এর পঞ্চম আসরে বাংলাদেশের আফনান
মেয়ে হলে ডাক্তার আর ছেলে হলে ইঞ্জিনিয়ার এই স্বপ্নে দুনিয়ার তাবত পিতা-মাতা যখন বিভোর তখন বাবা মার এক মাত্র সন্তান আফনান আহমেদ জুনিয়র শেফ হয়ে আমেরিকার মাস্টারশেফ জুনিয়র ইউএস এর পঞ্চম আসর মাতিয়েছে। ১২ বছর বয়সী এই ছেলে এখন সেরা ১০ মাস্টারশেফ জুনিয়র এর মধ্যে এক জন। প্রতিদিন বড় বড় বিভিন্ন রান্নার অনুষ্ঠান আর টক শো তে অংশ নিচ্ছে সে।
চট্টগ্রামের নাসিরাবাদের ছেলে আফনান মা বাবার সাথে থাকে ইউএস এর জর্জিয়ার আটলান্টায়। শখের বসে মা শামীমার কাছে থেকেই রান্নার হাতে খড়ি। গত ফেব্রুয়ারী মাস থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের পঞ্চম আসর প্রতি বৃহস্পতিবার ফক্স নেটওয়ার্কে প্রচারিত হচ্ছে। বাংলাদেশের দর্শকরা প্রতি রবিবার রাত সাড়ে ৯ টায় স্টার ওয়ার্ল্ড এ দেখতে পাবেন অনুষ্ঠানটি।
আফনান তার পরিবারের সাথে মাঝে মাঝে নিজের দেশ বাংলাদেশে ঘুরতে আসে। বাংলাদেশের একটি স্কুলে আফনান বেশ কিছু দিন পড়াশুনাও করেছে।
পড়াশুনার পাশাপাশি ধনুর্বিদ্যা, বিজ্ঞান এবং শিল্প তার শখ। টিভি তে জুনিয়র মাস্টার শেফ দেখার পাশাপাশি এবিসি’স কমেডি শো, দি মিডল ফেমিলি, কোড ব্ল্যাক ইত্যাদি তার প্রিয় অনুষ্ঠান। আমেরিকা সম্পর্কে ছোট্ট আফনান বলে, “আমেরিকা তুমি এখন পর্যন্ত আমার কাছে কিছুই দেখনি। এই মৌসুম খুবই সুন্দর একটা সময়”।
বাঙালি হিসেবে আমাদের সকলের চাওয়া আফনান যেন শেষ পর্যন্ত মাস্টারশেফ জুনিয়র ইউএস এর পঞ্চম আসরে সেরা মুকুট টা জিতে নিতে পারে। হাজার মাইল দূর থেকে আফনানের জন্য এই শুভকামনা।