এশিয়া কাপ ইস্যুতে ভারতকে ধুয়ে দিলেন মিয়াঁদাদ

0 135

অনলাইন ডেস্ক:

২০২৩ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। তবে, চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরে খেলতে যেতে রাজি নয় ভারত। পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হোক এশিয়া কাপ—এমনটাই চাওয়া ভারতের। এশিয়া কাপের ভেন্যু নিয়ে এমন জটিলতায় ক্ষুব্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে মিয়াঁদাদ জানিয়েছেন, ‘ভারত পাকিস্তানে না আসলে না আসুক, ওরা জাহান্নামে যাক। এতে আমাদের কিছু যায় আসে না। পাকিস্তানে ভারতের আসা নিশ্চিত করার দায়িত্ব আইসিসির। আইসিসি যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে গভর্নিং বডি হয়ে লাভ কি?’

মিয়াঁদাদ আরও বলেন, ‘আমি সব সময় পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই কোনো সমস্যা হয়েছে, আমি ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের উচিত নিজেদের দিকে নজর দেওয়া। আমাদের দিক থেকে যেটা ঠিক মনে হবে আমাদের সেটা গ্রহণ করতে হবে এবং তার জন্য লড়তে হবে।’

হারের ভয়ে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানে আসতে চায় না জানিয়ে মিয়াঁদাদ বলেন, ‘প্রতিটি দলের জন্য একই নিয়ম থাকতে হবে। যতই শক্তিশালী হোক না কেন, সবাইকে সব শর্ত মেনে চলতে হবে। ভারত তো ক্রিকেট চালায় না, তারা শক্তিশালী হতে পারে। তবে, সেটা ঘরে, আমাদের কাছে নয়। পাকিস্তানে খেলতে আসো, কেন আসবে না? যদি ভারত পাকিস্তানে হেরে যায়, তাহলে সেটা তাদের জনগণ সহ্য করবে না।’

এদিকে, মিয়াঁদাদের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ। টুইটারে তিনি লিখেছেন, ‘সর্বশেষ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভায় এশিয়া কাপের ভেন্যু বদল নিয়ে কথা হয়েছে। পাকিস্তানের বদলে সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম উঠে এসেছে।’

ভেঙ্কটেশ প্রসাদ আরও যোগ করেন, ‘সেই সভায় বিকল্প একটি ভাবনাও উঠে এসেছে। আর তা হলো এশিয়া কাপ পাকিস্তানেই হবে, তবে ভারতের ম্যাচগুলো শুধু আরব আমিরাতে হবে। ভারত-পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটাও সেখানেই হবে।’

ভারতের এমন প্রস্তাব মেনে নেবে কি পাকিস্তান, তা তো সময়ই বলে দেবে। তবে, এই ইস্যুতে যে আলোচনা সহসাই থামছে না, তা তো বলাই যায়।

Leave A Reply

Your email address will not be published.