ব্যর্থ মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী, বায়ার্নের কাছে হার পিএসজির

0 207

অনলাইন ডেস্ক:

দুঃসময় যেন পিছু ছাড়ছে না ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। টানা হারের বৃত্তে থাকা পিএসজি এবার ঘরের মাঠেও পরাজয়ের বৃত্তে বন্দি। মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তারকাকে নিয়েও চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বার্য়ানের কাছে হারের তেতো স্বাদ পেতে হলো পিএসজিকে ।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাব বার্য়ান মিউনিখের কাছে পিএজির হার ১-০ গোলে। চলতি বছরটা ভালো যাচ্ছে না পিএসজির। একদিকে ইনজুরি, অন্যদিকে মাঠে বাজে পারফরম্যান্স পিএসজির এমন অবস্থার কারণ।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বলতে গেলে কোনো পাত্তাই পায়নি পিএসজি। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকেই বায়ার্নের আক্রমণভাগকে সামাল দিতে হিমশিম খেতে হয় পিএসজিকে। মেসি শুরুতে একাধিক আক্রমণ করলেও তা গোলের জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচের শুরু থেকেই বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য দেখায় বায়ার্ন। ম্যাচের ৩০তম মিনিটে কেমানের ক্রসে ঠিক ঠাক হেড করতে পারেনি চুপো মোটিং। এরপর ৪৩তম মিনিটে গোলের সুযোগ পায় বায়ার্ন। তবে কিমিচের জোরালো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা। ৪৫তম মিনিটে মেসির ফ্রি-কিক ফিরিয়ে দেয় বায়ার্ন রক্ষণ। যার ফলে গোলশূন্য বিরতিতে যেতে হয় দু’দলকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও আক্রমণাত্নক হয়ে খেলতে থাকে বায়ার্ন। যার ফল পেতে খুব বেশি সময় লাগেনি সফরকারীদের। ম্যাচের ৫৩তম মিনিটে আলফনসো ডেভিসের পাস থেকে দারুন গোল করেন কোম্যান। তার এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। গোল করে থেমে থাকেনি বায়ার্ন। ৬২তম মিনিটে অল্পের জন্য দ্বিতীয় গোলের হাত থেকে রক্ষা পায় মেসিরা।

প্রথমার্ধে একাদশে না দেখা গেলেও, দ্বিতীয়ার্ধে দেখা যায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। ম্যাচের ৭৩তম মিনিটে দলকে সমতায়ও ফিরিয়েছিলেন এমবাপ্পে। তবে অফসাইডের ফাঁদে তা বাতিল করেন রেফারি। ৭৭তম মিনিটে মারকুইনহোসের হেড ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ইয়ান সমার।

৮২তম মিনিটে আবারও বল জালে জড়ান এমবাপ্পে। তবে এবারও ভাগ্য তাদের সহায় হয়নি। অফসাইডের ফাঁদের গোল বাতিল করেন রেফারি। যোগ করা সময়ে মেসিকে ফাউল করে লাল কার্ড দেখেন বায়ার্ন ডিফেন্ডার পাভার্ড। শেষমেষ আর তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে না পারায় ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক পিএসজিকে।

ফিরতি লেগে আগামী ৮ মার্চ ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দেবে বায়ার্ন। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জিততে পারলে শেষ আটে যাওয়ার সুযোগ থাকবে মেসি-নেইমারদের।

Leave A Reply

Your email address will not be published.