স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

0 138

অনলাইন ডেস্ক:

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আবারও সিঙ্গাপুরে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার( ১মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ছাড়েন।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ সাংবাদিকদের বলেন, ‘স্যার আজ সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ ঢাকা ফিরবেন। ’

এ সময় সেতুমন্ত্রীকে বিদায় জানাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃদপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

Leave A Reply

Your email address will not be published.