ভারতে নারীসহ ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

0 212

অনলাইন ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের থানে জেলা থেকে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (৪ মার্চ) স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘১ ও ২ মার্চ রাতে নাভি মুম্বাই পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি কয়েকজনকে গ্রেপ্তার করেছে।’

স্থানীয় রাবেলা পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, ‘মুম্বাইয়ের নাভি ঘানসোলি এলাকার একটি ভবনে অবৈধ বাংলাদেশিরা তাদের এক দম্পতির বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য একত্রিত হবেন, এমন খবর পৌঁছায় পুলিশের কাছে। পরে, নাভি মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের সদস্যরা ওই ভবনে অভিযান চালায়।’

ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ‘অভিযানের সময় ১০ নারী ও আট পুরুষকে আটক করা হয়। তারা এক বছর ধরে বৈধ কাগজপত্র ছাড়ায় সেখানে বসবাস করছিলেন।’

পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে বিদেশি আইন-১৯৪৬ এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালা-১৯৫০-এর অধীনে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। বিষয়টিতে তদন্ত চলছে।

Leave A Reply

Your email address will not be published.