ময়মনসিংহে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার ৫

0 131

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তরুণীকে দলবদ্ধধর্ষণ ও হত্যা মামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৩ মার্চ) ময়মনসিংহ ও টাঙ্গাইলের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঁইয়া এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো.শাহজাহান (২৬), মো শহীদ মিয়া (৩৮), মাসুম বিল্লাহ (২২), আলমগীর হোসেন (২৪), মো. রাসেল মিয়া (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফুলবাড়িয়া থানার রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নিখোঁজ হন। পরদিন ভোরে গাছের সঙ্গে ফাহিমার মরদেহ ঝুলিয়ে রাখে অপরাধীরা।

এ ঘটনায় দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে অভিযোগে তুলে ফাহিমার মা ফুলবাড়িয়া থানায় মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার। তাদের নামে থানায় একাধিক হত্যা ও ধর্ষণ মামলা আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.