যৌন হেনস্তার শিকার হয়ে ভারত ছেড়ে বাংলাদেশে জাপানি তরুণী

0 133

অনলাইন ডেস্ক:

ভারতে হোলিতে এক জাপানি তরুণীকে যৌন হেনস্তা ও মাধরের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর ওই জাপানি তরুণী ভারত ছেড়ে বাংলাদেশ চলে এসেছেন।

গত বুধবার (৮ মার্চ) দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। যদিও ওই নারী এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানা গিয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে বলা হয়, দিল্লির পাহাড়গঞ্জ এলাকাতেই থাকতেন ওই জাপানি তরুণী। যে তিন অভিযুক্তকে ধরা হয়েছে তারাও একই এলাকার বাসিন্দা ছিলেন। তাদের একজন আবার নাবালক। হোলির দিন ওই তরুণী রাস্তায় বেরিয়েছিলেন। এরপর তিন যুবক জোর করে ওই তরুণীকে ঘিরে ধরে রং মাখিয়ে দেন। তরুণী বাধা দিলেও তাকে ছাড়া হয়নি। জোর করে ওই তরুণীকে জড়িয়ে ধরার চেষ্টাও করা হয়। এমনকি তার মাথায় ডিমও ফাটিয়ে দেন অভিযুক্তরা। এসময় একজনকে থাপ্পড়ও মারেন ওই তরুণী। তারপর কোনোভাবে ওই এলাকা থেকে পালিয়ে যান জাপানি তরুণী।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

এদিকে স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, মহিলা টুইট করেছেন যে তিনি বাংলাদেশে পৌঁছেছেন এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ।

খবরে আরও জানানো হয়, যৌন হেনস্তার ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি ওই তরুণী। তার পরিচয় জানার জন্য জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগও করেছিল পুলিশ।

অভিযুক্তদের গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেছে তারা।

Leave A Reply

Your email address will not be published.