১৯ মামলার আসামিকে বাঁশঝাড়ে কুপিয়ে হত্যা

0 396

অনলাইন ডেস্ক:

বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ মার্চ) রাত সোয়া ৯টার দিকে জেলার গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় একটি বাঁশঝাড়ের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাহিদুল ইসলাম নয়ন। বত্রিশ বছর বয়সী নয়ন গাবতলীর মহিষাবান ইউনিয়নের মরিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার। তিনি জানান, নয়ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে৷

তিনি আরও জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এছাড়া ঘটনায় সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.