চিনির দাম আরও কমলো

0 229

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম আরও নিম্নমুখী হয়েছে। শুক্রবার (১০ মার্চ) ইন্টারকন্টিনেন্টাল ফিউচারস এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির সরবরাহ মূল্য আরেক দফা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর হ্রাস পেয়েছে। অন্যান্য পণ্যেরও দরপতন ঘটেছে। ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের বাড়ানোর সম্ভাবনা তীব্র হয়েছে। এতে চিনির মার্কেটে নেতিবাচক প্রভাব পড়েছে।

ওই দিন অপরিশোধিত চিনির আগামী মে মাসের সরবরাহ মূল্য নিম্মমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২০ দশমিক ৮৬ সেন্টে।

চলতি বিপণন বর্ষে ভারত, থাইল্যান্ড ও চীনে চিনির উৎপাদন কমার আশঙ্কা করা হচ্ছে। এতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যটির সরবরাহ আঁটসাঁট হয়েছে।

তবে ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে চিনির উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে সেখানে নিত্যপণ্যটি রেকর্ড উৎপন্ন হতে পারে। ফলে বিশ্ববাজারে দাম নিয়ন্ত্রণে আছে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে ফিচ সুল্যশন জানিয়েছে, বিশ্বের শীর্ষ চিনি উৎপাদক ব্রাজিল। দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে ১৩ শতাংশ উৎপাদন বৃদ্ধি পেতে পারে। কৃষি বিষয়ক কনসাল্টেন্সি ফার্ম দাতাগ্রো এ তথ্য জানিয়েছে। তাতে খাদ্যপণ্যটির বিশ্ববাজার শান্ত আছে।

টনে আগামী মে মাসের চিনির সরবরাহ মূল্য কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৫৮৩ ডলার ৭০ সেন্টে। সামনে আরও কমতে পারে।

Leave A Reply

Your email address will not be published.