বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হয়েছেন ফজলে করিম এম.পি

0 293

দেশী টুয়েন্টিফোর ডেস্ক:

বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম-০৬ (রাউজান) আসনের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

বিষয়টি নিশ্চিত করেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।

বাংলাদেশ জাতীয় সংসদ ও মরক্কো জাতীয় সংসদের সদস্যগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদান এবং রাজনৈতিক, সাংস্কৃতিক,বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের  মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে এই গ্রুপ কাজ করবে।২০ মার্চ সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ইন্টার পার্লামেন্টারি অ্যান্ড সিকিউরিটি অনুবিভাগ আইপিআর-১ শাখার পরিচালক সামিয়া রুবাইয়াত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকারকে পৃষ্ঠপোষক করে ১০ সদস্য বিশিষ্ট উক্ত গ্রুপ গঠিত হয়। গ্রুপের সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।অন‍্যান‍্য  সদস্যরা হলেন আনোয়ারুল আজিম এমপি (জিনাইদহ-৪), মেরিনা জাহান এমপি (সিরাজগঞ্জ-৬), মাহমুদ হাসানন এমপি (গাইবান্ধা-৫), হাবিবুর রহমান এমপি (সিলেট-৩),

নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি (লক্ষীপুর-২), অসিম কুমার উকিল এমপি (নেত্রকোণা-৩), মোহাম্মদ শাহ আলম এমপি (বরিশাল-২), হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি (ঠাকুরগাঁও-৩), শিরিন আহম্মেদ এমপি, মহিলা (আসন-১)।

Leave A Reply

Your email address will not be published.