মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে গায়ে আগুন, অভিযুক্ত আটক

0 142

অনলাইন ডেস্ক:

সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের গায়ে আগুন দেয় এক দুস্কৃতিকারী। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করে পুলিশ।

পুলিশের জানায়, হামলার শিকার ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ সোমবার মাগরিবের নামাজের পর বার্মিংহ্যামের এজবাস্টনে নিজ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় এক ব্যক্তি তার পথরোধ করে। প্রথমে অভিযুক্ত হামলাকারী তার গায়ে কিছু একটা স্প্রে করে ছিটিয়ে দেন। এরপর তার জ্যাকেটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

সোমবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের বার্মিংহ্যামে এ ঘটনা ঘটে। পরের দিনে মঙ্গলবার অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করে পুলিশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, আগুনে ওই বৃদ্ধের মুখমণ্ডল পুড়ে গেছে। তবে তিনি গুরুতর আহত হননি।

অভিযুক্ত হামলাকারীকে পুলিশ ডুডলে রোড থেকে আটক করে। ওই রাস্তাটির কাছেই বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটে।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট রিচার্ড নর্থ হামলার ব্যাপারে বলেছেন, ‘কী ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কে কে জড়িত সেটি খুঁজে বের করতে আমাদের অফিসাররা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। আমরা হামলাকারীর উদ্দেশ্য সম্পর্ক জানতে চেষ্টা করছি। এর বেশি কিছু আপাতত বলতে পারব না।’

এমন ন্যাক্কারজনক ঘটনার পর যৌথ বিবৃতি দিয়েছেন এজবাস্টন শহরের কাউন্সিল লিডার ইয়ান ওয়ার্ড, কমিউনিটি সেফটির কেবিনেট সদস্য জন কটন এবং ওয়ার্ড কাউন্সিলর শ্যারন থম্পসন এবং মার্কাস বার্নাসকোনি। তারা এ হামলাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ওই এলাকায় বসবাসরত মুসলিমদের সবসময় সহায়তা করার আশ্বাস দিয়েছেন তারা।

সাম্প্রতিক সপ্তাহে ইংল্যান্ডে এই ধরনের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি পশ্চিম লন্ডনের ইলিং-এর একটি মসজিদ থেকে বের হওয়ার পরপরই একজন ৮২ বছর বয়সী ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.