স্বামীকে তালাক দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

0 135

অনলাইন ডেস্ক:

স্বামী মার্কাস রাইকোনেনকে তালাক দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এ উদ্দেশ্যে স্বামীর সঙ্গে যৌথভাবে বিয়েবিচ্ছেদের আবেদন করেছেন সানা।

প্রায় তিন বছর আগে মার্কাস রাইকোনেনের সঙ্গে বিয়েবন্ধনে জড়িয়েছিলেন এ প্রধানমন্ত্রী। যদিও গত ১৯ বছর ধরে একসঙ্গে ছিলেন তারা। তাদের পাঁচ বছরের কন্যাসন্তানও রয়েছে।

বুধবার (১০ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা তিন বছরের স্বামী মার্কাস রাইকোনেনের সঙ্গে যৌথভাবে বিয়েবিচ্ছেদের আবেদনের বিষয়টি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে জানিয়েছেন।

ইনস্টাগ্রামে দেয়া বার্তায় তারা বলেছেন, আমরা গত ১৯ বছর একসঙ্গে ছিলাম এবং আমাদের কন্যাসন্তানের জন্য আমরা কৃতজ্ঞ। বিচ্ছেদ হলেও আমরা সেরা বন্ধু থাকব।

এর আগে ২০২০ সালের আগস্টে মার্কাস রাইকোনেনের সঙ্গে বিয়ের পর ইনস্টাগ্রামে সানা লিখেছিলেন, আমরা একসঙ্গে যৌবন কাটিয়েছি, একসঙ্গে যৌবনে প্রবেশ করেছি এবং একসঙ্গে আমাদের প্রিয় মেয়ের জন্য মা-বাবা হয়েছি।

প্রতিবেদন অনুযায়ী, ৩৭ বছর বয়সী সানা বিশ্বের কম বয়সী প্রধানমন্ত্রী। তিনি ২০১৯ সালে ক্ষমতা গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের প্রগতিশীল নতুন নেতাদের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হন সানা।

Leave A Reply

Your email address will not be published.