আফগানিস্তান সিরিজ বাংলাদেশের জন্য কঠিন হবে : তামিম

0 165

অনলাইন ডেস্ক:

অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করছে দলগুলো। পিছিয়ে নেই আফগানিস্তান-বাংলাদেশও। চলতি মাসেই দ্বিপাক্ষীক সিরিজ খেলতে বাংলাদেশে সফর করবে আফগানরা।

ক্রিকেটের নতুন পরাশক্তি খ্যাত আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে রয়েছে শ্রীলঙ্কায়। সিরিজের প্রথম ওয়ানডেতে আবার লঙ্কানদের উড়িয়ে দিয়েছে হাসমতউল্লাহ শহিদির দল।

এই সফর শেষেই বাংলাদেশে আসবে তারা। লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয় কী বাংলাদেশের জন্য বড় কোনো বার্তা? ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করে নিলেন, আফগানিস্তান সিরিজটি বাংলাদেশের জন্য কঠিনই হবে।

শনিবার (৩ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপে তামিম বলেন, ‘আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে।’

দুই ধাপে বাংলাদেশ সফর করবে আফগানরা। প্রথম ধাপে খেলবে একমাত্র টেস্ট। ঈদুল আজহার পর শুরু হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

তবে এই মুহূর্তে টেস্ট নিয়েই ভাবছেন তামিম। তার কথা, ‘আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

প্রচণ্ড গরমে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। সবাই কষ্ট করছে, ফিটনেসে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’

Leave A Reply

Your email address will not be published.